মন তোরে বলি যত লিরিক্স

 আরও পড়ুন -মজার গল্প পড়ুন                                                                                

লিরিক্সঃ মন তোরে বলি যতো

শিল্পীঃ হৃদয় খান

মন তোরে বলি যতো

তুই চলেছিস তোরই মতো

সাধ্য কি আমার ছুতি তোর পেছনে


মন বলি তুই ফিরে চা 

মন ছাড়া কি যায় রে বাঁচা

তুই ছাড়া কে আর আছে এ জীবনে


কি কারন অকারন

এতো করিস জালাতন

ভাল লাগেনা এ দো টানা

উচাটন সারাখন।। 


বলনা তুই বলনা 

ভুলে গিয়ে ছলোনা

একবার সুধু বলনা

ভালবাসি বলনা।।


বলনা তুই বলনা 

ভুলে গিয়ে ছলোনা

একবার সুধু বলনা

ভালবাসি বলনা।।


অন্তরটা দিলাম খুলে

দেখিস না তো ফিরে

তোর মন বোঝা ভিশন দায়


হৃদয় টাও রেখেছি জমা

তাইতো আসি ফিরে 

আর কিছুই দেবার তো নাই


কি কারন অকারন

এতো করিস জালাতন

ভাল লাগেনা এ দো টানা

উচাটন সারাখন।।


বলনা তুই বলনা 

ভুলে গিয়ে ছলোনা

একবার সুধু বলনা

ভালবাসি বলনা।


বলনা তুই বলনা 

ভুলে গিয়ে ছলোনা

একবার সুধু বলনা

ভালবাসি বলনা।


মন তোরে বলি যতো

তুই চলেছিস তোরই মতো

সাধ্য কি আমার ছুতি তোর পেছনে


মন বলি তুই ফিরে চা 

মন ছাড়া কি যায় রে বাঁচা

তুই ছাড়া কে আর আছে এ জীবনে


কি কারন অকারন

এতো করিস জালাতন

ভাল লাগেনা এ দো টানা

উচাটন সারাখন।।


বলনা তুই বলনা 

ভুলে গিয়ে ছলোনা

একবার সুধু বলনা

ভালবাসি বলনা।


বলনা তুই বলনা 

ভুলে গিয়ে ছলোনা

একবার সুধু বলনা

ভালবাসি বলনা।              

লেখকের শেষ মন্তব্য 

আসসালামু আলাইকুম। আমি তারেক মাহমুদ এই পোস্ট এর লেখক। সকলের গান মনে রাখার ও দেখে দেখে বলার জন্য আমি এই পোস্ট এ গানের লিরিক্স সুন্দর ভাবে লিখেছি । আরও গানের লিরিক্স দেখতে এখানে ক্লিক করুন








এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url