মন তোরে বলি যত লিরিক্স
লিরিক্সঃ মন তোরে বলি যতো
শিল্পীঃ হৃদয় খান
মন তোরে বলি যতো
তুই চলেছিস তোরই মতো
সাধ্য কি আমার ছুতি তোর পেছনে
মন বলি তুই ফিরে চা
মন ছাড়া কি যায় রে বাঁচা
তুই ছাড়া কে আর আছে এ জীবনে
কি কারন অকারন
এতো করিস জালাতন
ভাল লাগেনা এ দো টানা
উচাটন সারাখন।।
বলনা তুই বলনা
ভুলে গিয়ে ছলোনা
একবার সুধু বলনা
ভালবাসি বলনা।।
বলনা তুই বলনা
ভুলে গিয়ে ছলোনা
একবার সুধু বলনা
ভালবাসি বলনা।।
অন্তরটা দিলাম খুলে
দেখিস না তো ফিরে
তোর মন বোঝা ভিশন দায়
হৃদয় টাও রেখেছি জমা
তাইতো আসি ফিরে
আর কিছুই দেবার তো নাই
কি কারন অকারন
এতো করিস জালাতন
ভাল লাগেনা এ দো টানা
উচাটন সারাখন।।
বলনা তুই বলনা
ভুলে গিয়ে ছলোনা
একবার সুধু বলনা
ভালবাসি বলনা।
বলনা তুই বলনা
ভুলে গিয়ে ছলোনা
একবার সুধু বলনা
ভালবাসি বলনা।
মন তোরে বলি যতো
তুই চলেছিস তোরই মতো
সাধ্য কি আমার ছুতি তোর পেছনে
মন বলি তুই ফিরে চা
মন ছাড়া কি যায় রে বাঁচা
তুই ছাড়া কে আর আছে এ জীবনে
কি কারন অকারন
এতো করিস জালাতন
ভাল লাগেনা এ দো টানা
উচাটন সারাখন।।
বলনা তুই বলনা
ভুলে গিয়ে ছলোনা
একবার সুধু বলনা
ভালবাসি বলনা।
বলনা তুই বলনা
ভুলে গিয়ে ছলোনা
একবার সুধু বলনা
ভালবাসি বলনা।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url